দেশ

ঢাকা-১৮ আসনের জনগনের পাশে থাকার অঙ্গীকার: দয়াল কুমার বড়ুয়া

নিজস্ব প্রতিবেদকঃ

পূজা পরবর্তী ঢাকা-১৮ আসনের সকল থানা কমিটি,দূর্গা পূজা কমিটি এবং লক্ষী পূজা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃস্থানীয় সকল কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আয়োজক,আদীপ গ্রুপের চেয়ারম্যান,

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব দয়াল কুমার বড়ুয়া।

রাজধানী উত্তরার ভূতের আড্ডা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত সভায় ১৮ আসনের ৭ টি থানার পূজা উদযাপন কমিটি যথাক্রমে, ১।

বিমানবন্দর থানা । ২। উত্তরা পূর্ব থানা। ৩। উত্তরা পশ্চিম থানা। ৪।উত্তর খান থানা।৫।দক্ষিণ কারখানা। ৬।তুরাগ থানা। ৭। খিলক্ষেত থানার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাথে উত্তরার বিভিন্ন এলাকার প্রায় ২৪ টি মন্দির ভিত্তিক দূর্গা পূজা কমিটির যথাক্রমে, ১। কাঁঠালদিয়া শ্রী শ্রী দুর্গা মন্দিও,কাঁঠালদিয়া,ভাটারা ২। ডুমনী কালী মন্দির,৪৩ নং ওয়ার্ড, ডুমনী,খিলক্ষেত ৩। পাতিরা ঋষিপাড়া কালী মন্দির,পাতিরা,খিলক্ষেত ৪। খিলক্ষেত সনাতন সেবা সংঘ, খিলক্ষেত বাজার ৫। লেকসিটি কনকর্ড পূজা উদযাপন কমিটি ৬। উত্তমবাবুর বাড়ি, দুর্গাপূজা মন্দির(বাবুর বাড়ি),ধউর,চৌরাস্তা,তুরাগ ৭। বাবুর বাড়ি সার্বজনীন পুজা মন্দিও,ধউর,তুরাগ ৮। ধউর ঋষিপাড়া সার্বজনীন পুজা মন্দিও,তুরাগ ৯। ধউর পূর্বপাড়া সার্বজনীন পূজা কমিটি, ৫৪ নং ওয়ার্ড়, ধউর, তুরাগ ১০। ডিয়াবাড়ি সার্বজনীন পূজা কমিটি, ডিয়াবাড়ি, তুরাগ ১১। ধউর-আশুলিয়া সার্বজনীন দূর্গা মন্দির,আশুলিয়া,তুরাগ ১২। ধউর ঘোষবাড়ি দূর্গা মন্দির, স্বর্গীয় হীরালাল ঘোষের বাড়ি, ধউর,তুরাগ ১৩।

খিলক্ষেত সনাতন সমাজকল্যাণ সেবা সংঘ, খিলক্ষেত ১৪। শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, ষোলহাটি,তুরাগ ১৫। শ্রী শ্রী সার্বজনীন মান্দুরা দুর্গা পুজা ও মন্দির কমিটি, মান্দুরা, তুরাগ ১৬। তাফালিয়া সার্বজনীন দুর্গা মন্দির,তুরাগ ১৭। চান্দুরা সার্বজনীন দুর্গা মন্দির কমিটি,তুরাগ ১৮। মৈনারটেক সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজা, উত্তরখান ১৯। ষোলহাটি হাজারী পজারি বাজারী যুব সংঘ, তুরাগ ২০।কুমুদখোলা সার্বজনীন শ্রী শ্রী লক্ষী ও দুর্গা মন্দির, উত্তরখান ২১। আমাইয়া দত্তবাড়ি,কাচঁকুড়া,উত্তরখান ২২।

মাউছাইদ স্বপ্ননীল হিন্দু সেবা সংঘ, উজামপুর, উত্তরখান ২৩। সিভিল এভিয়েশন সার্বজনীন পুজা উদযাপন পরিষদ,বিমান বন্দর এলাকা ২৪।শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির,সিভিল এভিয়েশন ঈশাল কলোনী(মোল্লারটেক), দক্ষিণখান এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নগরীর বিশেষ কিছু মন্দিরে আয়োজিত লক্ষী পূজা যথাক্রমে, ১.কুমুদখোলা র্সাবজনীন শ্রী শ্রী লক্ষ্মী ও র্দুগা মন্দরি শ্রী শ্রী লক্ষ্মী পূজা কমিটি ২. কুমুদখোলা লক্ষী পূজা উদযাপন কমিটি ৩. চানপাড়া যুব সংঘরে উদ্যোগে লক্ষীপূজা মন্দির ৪.মৈনারটক ব্যাাঙ্গার বাড়ি শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন কমিটি ৫.নির্নিটেক র্স্বগীয় শান্তি প্রসাদ মজুমদাররে বাড়ি পূজা উদযাপন কমিটি ৬.নির্নিটেক বাবু ডাঃ বীনন্দ্র চন্দ্র সরকার বাড়ি পূজা উদযাপন কমিটি ৭.নির্নিটেক পূবপাড়া বাবু গৗেরাঙ্গ চন্দ্র সরকাররে বাড়ি পূজা উদযাপন কমিটি ৮.মাউছাইদ শ্রী শ্রী লক্ষী পুজা উৎসব পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক সহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় ঢাকা-১৮ আসনের সর্বজন প্রসংশীত জনাব দয়াল কুমার বড়ুয়া সহ প্রত্যেক কমিটির নেতৃবৃন্দরা কথা বলেন এবং তাদের সংগঠিত করার পাশাপাশি সবার নানা সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সবার আন্তরিক অংশগ্রহণে একটা আনন্দগণ পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা-১৮ আসনে এই প্রথম কোন জনপ্রতিনিধি এরকম মিলন মেলার আয়োজন করায় সবাই আবেগ আপ্লুত ছিলেন। পরিশেষে সবাই, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। জনাব দয়াল কুমার বড়ুয়া সবার জন্য নৈশ্য ভোজের আয়োজন করেন এবং সবার সাথে কাদেকাদ মিলিয়ে আজীবন পাশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং আগামীর ঢাকা বির্নিমানে সবার সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button