বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের ঘোষণায়

ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে বেতন বকেয়া রেখেই একটি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়ার প্রতিবাদে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছে শ্রমিকরা।

আজ মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ করে।

শ্রমিকরা জানায়, সকাল ৮টায় কাজে যোগ দিতে গিয়ে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান তারা। পরে তারা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নেয়। এরপর শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিক আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আবার কারখানার সামনে অবস্থান নেয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এ সময় তাঁরা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে কারখানা মালিক ইকবাল হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি

এই বিভাগের আরো খবর