
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০৩৪ জন। নিহতদের মধ্যে একজন ঢাকার এবং তিনজন ভাটার বাহিরের। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।।