জাতীয়

ডিসিদের বলেছি দেশবাসী সুষ্ঠু নির্বাচন চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী । সময়ের চিত্র

গ্রহণ‌যোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করতে জেলা প্রশাসকদের (ডিসি) তৈ‌রি থাকার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজধানীর ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে বৃহস্প‌তিবার জেলা প্রশাসক (ডিসি) স‌ম্মেল‌নের শেষ দিন স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কার্য-অধিবেশ‌নে তি‌নি এমন নি‌র্দেশনা দেন।

সংবিধান অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

অধিবেশন থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবা‌দিক‌দের ব‌লেন, ‘ডি‌সি‌দের বলেছি আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। দেশ‌প্রেম, অভিজ্ঞতা, দক্ষতায় তারা প‌রিপূর্ণ। কা‌জেই নির্বাচ‌নের সময় যা প্র‌য়োজন, তা‌দের অভিজ্ঞতা ও দক্ষতা দি‌য়ে মোকা‌বিলা কর‌তে পার‌বে।

‘নির্বাচ‌নের সময় বস্তুত আমা‌দের করণীয় থাক‌বে না। মন্ত্রণালয়গু‌লো সে সসয় রু‌টিন ওয়ার্ক কর‌বে। মূল দা‌য়ি‌ত্বে থাক‌বে নির্বাচন ক‌মিশন। ‌পু‌লিশ, বি‌জি‌বি, কোস্টগার্ড, আনসার সবাই নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে থাক‌বে।’

ডিসিদের দেয়া বার্তার বিষয়ে মন্ত্রী ব‌লেন, ‘আমরা ডি‌সি‌দের ব‌লে‌ছি, সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য নির্বাচন দেশবাসী চা‌চ্ছে। সারা বিশ্ব সেইভাবেই তাকি‌য়ে আছে।

‘সুষ্ঠু নির্বাচ‌নের জন্য আপনা‌দের ভূ‌মিকাই প্রাধান্য পা‌বে, মুখ্য হ‌বে। সে জন্য আপনারা নি‌জেরা তৈ‌রি থাকুন, জা‌তি‌কে যা‌তে এক‌টি সুষ্ঠু নির্বাচন উপহার দি‌তে পা‌রি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button