ডিমলায় ফের শিশু ধর্ষণের শিকার

নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের রেশ কাটতে না কাটতেই ৬ দিনের ব্যবধানে ফের তৃতীয় শ্রেণির এক কন্যা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
মাত্র ৬ দিন আগে (১১ই মে) উপজেলা সদরের ডিমলা থানা এলাকার শিব মন্দির পাড়ার একটি বাড়িতে নবম শ্রেনির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। মামলার অন্য দুই আসামীকে ঘটনার দিন গ্রেফতার করেন থানা পুলিশ।পরে মামলার পলাতক মুল আসামী শিব মন্দির পাড়ার কৈলাশ দাস মঙ্গলুর ছেলে প্রমিত দাস (১৭) নীলফামারী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে যশোর জেলার সংশোধনাগারে পাঠায়।অন্যদিকে গত শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী (মাষ্টারপাড়া) গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়া নাবালিকা শিশু কন্যাকে একই এলাকার আতোয়ার রহমানের বিবাহিত ছেলে এক সন্তানের জনক মমিনুর রহমান (২৮)বাড়িতে একা থাকার সুযোগে তার শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে জানান শিশুটির পরিবার।ঘটনার পর পরেই ধর্ষণের শিকার শিশু কন্যাটিকে রক্তাক্ত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ডিমলা থানায় গত রোববার একটি মামলা দায়ের করেছেন।এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, শিশুটির পিতা বাদী হয়ে মমিনুর রহমানকে আসামী করে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।যাহার মামলা নম্বর ২০, তারিখ- ১৯ মে ২০২৪ইং।ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর