মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বলেছেন, গত ডামি নির্বাচনে আমরা কিন্তু বলেছিলাম ভোট কেন্দ্রে যাব না। সেই নির্বাচনে ২-৩% লোক ভোট কেন্দ্রে গিয়েছিল। যদিও নির্বাচন কমিশন একটু বাড়িয়ে বলেছিলেন যে ৪০% ভোট পড়েছে। সেই ২-৩% যারা ভোট দিয়েছে, তারা যেন আমাদের দলে ঢুকে যেতে না পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। ডামি নির্বাচনে যারা ভোট দিয়েছে তাদের দলে ভিড়ানো যাবে না।
গতকাল (১অক্টোবর) মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জে সিংগাইরের চান্দহরে বিএনপির এক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, সতর্ক থাকতে হবে, স্বৈরাচার পালিয়ে গেলেও কিন্তু স্বৈরাচারের দোসরা পালায়নি। তারা দিনের বেলায় পালিয়ে থাকে, আর রাতের বেলায় ছদ্মবেশ ধারণ করে ঘুরতে থাকে। আর আমাদের নেতাদের সাথে সখ্যতা গড়তে চেষ্টা করে। সেই সকল স্বৈরাচারের দোসরদের কোন ভাবেই কাছে টানা যাবে না। তারা যেন দলে ভিড়তে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের পরিষদে বসানো জন্য অনেকে চেষ্টা করেছেন, আমাদের নিজের দলের অনেক নেতা তাদের জন্য চেষ্টা করেছেন। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, স্বৈরাচারের পুলিশ যখন আপনার বাড়িতে গিয়ে তালা দিচ্ছিল, আপনাকে না পেয়ে যখন আপনার মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোনকে পুলিশ অকথ্য ভাষায় যখন গালি দিচ্ছিল, তখন এই চেয়ারম্যানরা কোথায় ছিল।
মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন বলেন, সিংগাইরের রূপকার ছিলেন সাবেক শিল্পমন্ত্রী সিংগাইরের মাটি ও মানুষের নেতা প্রয়াত সামসুল ইসলাম খান নয়ামিয়া। যিনি সিংগাইরবাসী ও দক্ষিণ মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সিংগাইরে যত উন্নয়ন ও মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের যে অবকাঠামো, এই যে বিদ্যুৎ ব্যবস্থা, এই সব আমরা পেয়েছি মরহুম সামসুল ইসলাম খান নয়ামিয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে।
তিনি বলেন, ৫আগষ্ট এক দিনেই দেশ স্বাধীন হয় নাই। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে অনেক রক্ত দিয়েছে। অনেক প্রান বিসর্জন দিয়েছে। গোবিন্দল গ্রামে ৪জন শহীদ হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। শহীদ নাজিমুদ্দিনের বাবা মা এখনো কাঁদে, তাদের কাঁন্নার আওয়াজ আল্লাহর দরবারে পৌছেছিল।
এরকম হাজারো শহীদ হয়েছে, হাজার হাজার বিএনপি কর্মী রক্ত দিয়েছে স্বৈরাচার পতনের জন্য।
সমাবেশে মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।