
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় ২০০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর (বুধবার) পড়ন্ত বিকালে থানা’র নেকমরদ – কাতিহার সড়কের ফুটানি টাউন বাজারের ১০০ গজ পশ্চিম পার্শ্বে আর জিপি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে ১ টি ট্রাকের মধ্যে খড়ের (কারির) ভিতর হতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার প্রয়াগপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মোঃ এনামুল হক (২৫), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সুইহারী গোপালবাগ গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ রানা (২৮) এবং ৩) দিনাজপুর জেলার বিরল থানার মুরাদপুর সাত ভায়া পাড়ার মোঃ মইনুল ইসলামের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৩৩)।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।