দেশ

টেকনাফে হতদরিদ্র পরিবারের মাঝে বিকাশে নগদ অর্থ বিতরণ

পেশাভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন

বিশেষ প্রতিনিধি ।। কক্সবাজারের টেকনাফে বাছাইকৃত হতদরিদ্র পরিবারের মধ্যে পেশাভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে জন্য বিকাশ এর মাধ্যমে টেকনাফ এরিয়া প্রোগ্রামের মাধ্যমে নগদ অর্থ বিতরন সম্পন করেছে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)।

বাছাইকৃত ১৫০ জন হত দরিদ্র পরিবারের মধ্যে পরিবার ভিত্তিক আয়বৃদ্ধিমুলক কার্যক্রম শুরুর জন্য প্রত্যেক পরিবারকে ১৮ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। এ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আজ ২৮ মার্চ”২৩ টেকনাফে নাইটংপাড়াস্থ বিজিএস কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমান প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত।

উক্ত নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিরছড়া গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি এইচ এম মহিবুল্লাহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রতিনিধি পল্টন বিশ্বাস , বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদ, মনিটরিং অফিসার জাকির হোসেন সিডিও আবু রাছেল ও রাজিয়া সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগন বলেন, টেকনাফ উপজেলায় বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের আগমনের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠির জীবন যাত্রার মান-উন্নয়নের লক্ষ্যে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় টেকনাফ উপজেলার সদর ও বাহারছড়া ইউনিয়নের এলাকার জনগোষ্ঠির আর্থ-সামজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করেছে।

শিশু ও তাদের পরিবারের সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করনে বিজিএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয়ভাবে মাঠ পর্যায়ে শিশু শিক্ষা ও সুরক্ষা ও জীবন-জীবিকা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে।

উল্লেখিত কার্যক্রমের মধ্যে কর্ম এলাকার নিবন্ধিত ২০২৫ জন শিশু পরিবারের মধ্যে গ্রাম উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ১৫০ জন হতদরিদ্র পরিবারে তাদের পেশা ভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরন কার্যক্রম গ্রহন করেছে যা সত্যিই প্রশংসার দাবী রাখে।

পাশাপাশি টেকনাফ এরিয়ায় শিশু সুরক্ষা বিষয়ে সেবা প্রদানের ক্ষেত্রে শিশু আইনে যথার্থ অধিকারগুলো ও শিশুর সকল প্রকার কল্যান নিশ্চিতকরনে জনগনের মধ্যে ব্যাপক সচেতনতা আনয়নে সকলে এগিয়ে আসা উচিত বলে বক্তাগন মনে করেন।

 

উল্লেখ্য যে, বিজিএস টেকনাফ এরিয়া প্রোগ্রামের মাধ্যমে উপজেলার বাহারছড়া ও টেকনাফ সদর ইউনিয়নের জনগোষ্ঠির আর্থ-সামজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করেছে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button