
ক্রীড়া প্রতিবেদক:
ইংল্যান্ড: ১১৭/১০ (২০ ওভার)
বাংলাদেশ: ১২০/৬ (১৮.৫ ওভার)
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চার উইকেট হারালো বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল। এবার ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের দল। টস হেরে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ১১৭ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক পাশে শান্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন। তৃতীয় ওভারে ব্যাটিংয়ে এসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ১৯তম ওভারে। ৪৭ বলে ৪৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে প্রথম ম্যাচেও তার ফিফটিতে ভর করে জিতে বাংলাদেশ। এ ছাড়া মিরাজ ২০ ও হৃদয় ১৭ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের মুখ দেখেননি। শান্তর সঙ্গে তাসকিন অপরাজিত থাকেন ৮ রানে। জর্ডানকে মারা তার টানা দুই চারে জয় সূচক রান আসে। ইংলিশদের হয়ে আর্চার ১৩ রানে ৩ উইকেট নেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং।