চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৬ রান করতে পেরেছে ইংলিশরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় সফরকারীরা। ভয়ঙ্কর হয়ে উঠছিল বাটলার-সল্টের উদ্বোধনী জুটি। তবে নাসুমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হলো ফিল সল্টকে। দলীয় ৮০ রানের মাথায় ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি।
নাসুমের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ঠিক মতো খেলতে পারেননি সল্ট। ব্যাটের নিচের কানায় লেগে আসার পর গ্লাভসে জমান লিটন। ভাঙে ৬০ বল স্থায়ী ৮০ রানের জুটি।
তিনে নেমে থিতু হতে পারেননি ডেভিড ম্যালান। ব্যক্তিগত ৪ রান করেই ফিরতে হয় তাকে। ইনিংসের ১২ তম ওভারে সাকিবের বলে তার ক্যাচ লংঅনে থাকা নাজমুল হোসেন শান্ত। ১৬ তম ওভারের শেষ বলে তাকে বোল্ড করেন মুস্তাফিজ। ১৩ বলে ২০ রান করেন এই ব্যাটার।
সাকিবের হাতে জীবন পেয়ে যেন বড় স্কোরের দিকে ছুটছিলেন জস বাটলার। তবে তরুণ পেসার হাসান মাহমুদের বলে শেষ পর্যন্ত কাটা পড়তে হলো ইংলিশ এ অধিনায়ককে। আউট হওয়ার আগে ৪২ বলে ৬৭ রান করেন বাটলার।
বাটলারের বিদায়ের পর ইংলিশদের রানের চাকা কিছুটা মন্থর হয়ে আসে। ম্যাচে হাসান মাহমুদ নিয়েছেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সাকিব, নাসুম, তাসকিন ও মুস্তাফিজ।