টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও ছেলের মৃত্যু

প্রীতি রানী সাহা, টঙ্গী থেকে: 

গাজীপুর মহানগর বনমালা রেলগেট এলাকায় বাবা ও ছেলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০ টা ১৫ মিনিটের সময় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায় নি। তবে বাবার বয়স আনুমানিক ৩৮ ও ছেলের বয়স ১৫ বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসে কাটা পড়ে তারা নিহত হয়। বাবা ছেলে রেললাইন দিয়ে হাঁটতে ছিল বলে স্থানীয়রা জানাই ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা সংবাদটি নিশ্চিত করে বলেন, নিহতরা বাবা ছেলে। তবে তাদের পরিচয় পাওয়া যায় নি। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।

এই বিভাগের আরো খবর