
চরফ্যাসন নয় চর
ফ্যাসনে ভরা স্কোয়ার
পাশে তার রাসেল পার্ক
সাথে জ্যাকব টাওয়ার।
ফ্যাসন স্কোয়ার লোকারণ্য
সকাল সন্ধ্যা বেলা
বিনোদনের অনেক রাইড
আছে পার্কে মেলা।
সু-সজ্জিত জ্যাকব টাওয়ার
সবার নজর কাড়ে
দৃষ্টিনন্দন নয় শুধু
আনন্দে মন ভরে।
ছোট বড় সব বয়সী
উঠেন টাওয়ারের চূড়ায়
নিচের দিকে চোখ রাখলে
মাথা যেন ঘুড়ায়।
চরফ্যাশনের অদূরে
বঙ্গোপসাগরের তীরে
কুকরিমুকরি অবস্থিত
নারিকেল বাগান ঘিরে।
ঢালচর আরো দূরে
বাহন স্পীড বোট
যাত্রা শুরু করলে
ভয়ে কাঁপে বুক।
নয়নাভিরাম দৃশ্যে
চোখ জুড়িয়ে যায়
সাগরের ঢেউ যেন
নিরবে কাঁদায়।
চরফ্যাশনের খামার বাড়ি
যেতে চাইবে মন
মনের মতো সাজিয়েছেন
যেন রঙ মহল।
বেতুয়া লঞ্চ ঘাটে
ঢেউয়ে ঢেউয়ে খেলা
প্রশান্তি পার্ক আছে
জমে বিকাল বেলা।
মনপুরা খানিক দূরে
যাবে যদি সেথায়
স্পীড বোটে চড়ে বসো
নিয়ে যাবে তথায়।
চরফ্যাসন আছে চর
আছে কত নদী
চলে এসো তোমরা সবে
ইলিশ খাবে যদি।
চরফ্যাসন
১৪ মার্চ/২৩