Home প্রধান খবর জেলেনস্কি কথা শুনতে চাননি : বাইডেন

জেলেনস্কি কথা শুনতে চাননি : বাইডেন

54
0
SHARE

আন্তর্জাতিক ডেস্ক ||

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আক্রমণের আগে ওয়াশিংটনের সতর্কবাণী শুনতে চাননি।

শুক্রবার লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমি জানি অনেক লোক ভেবেছিল যে আমি অতিরঞ্জিত করছিলাম। কিন্তু আমি জানতাম যে, আমাদের কাছে (মূল্যায়ন) এর জন্য শক্তিশালী তথ্য রয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘(রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) সীমান্তে যেতে চলেছেন। এতে কোন সন্দেহ ছিল না এবং ভলোদিমির জেলেনস্কি এটি শুনতে চাননি, বা অনেক লোকও শুনতে চাননি। আমি বুঝতে পেরেছি কেন তারা এটি শুনতে চায়নি, কিন্তু সে (পুতিন) ঢুকে পড়লো।’

২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণা করে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে। ওয়াশিংটনের এই সতর্কতা অবিশ্বাসের সঙ্গে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সমালোচনাও এসেছিল।

image_print