জেলেদের মাঝে চাল বিতরণের দাবিতে আহাম্মদপুরে বিক্ষোভ 

চরফ্যাশন (ভেলা) প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে প্রকৃত জেলেদের মাঝে বিজিএফ এর চাল সঠিক ভাবে বিতরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আহাম্মদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জেলেরা।

 

সোমবার বিকালে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,মৎস্যজিবীদল ও ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করেন।

 

এসময়, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিরব শিকদারের নেতৃত্বে যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,মৎস্যজিবীদল ও ছাত্রদলসহ চৌমুহনী বাজার থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজির হাট বাজারে মিলিত হয়।

 

মিছিল শেষে বক্তব্য রাখেন, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিরব শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নিরব মিয়াজি, ছাত্রদল সভাপতি মোঃ হাসান বাবু, মৎস্যজিবী দলের সভাপতি মোঃ সবুজ মালসহ নেতাকর্মীরা।

 

এসময় বক্তৃতায় বলেন,বিগত সরকারের আমলে এ অঞ্চলের প্রকৃত জেলেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তাই শহীদ জিয়ার রহমানের আদর্শকে ধারণ করে প্রকৃত জেলেদের মাঝে বিজিএফ এর চাল বিতরণের দাবি জানাই।

 

 

 

এই বিভাগের আরো খবর