Home দেশের খবর তজুমদ্দিনে দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিক পরিবারকে  অনুদান 

তজুমদ্দিনে দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিক পরিবারকে  অনুদান 

31
0
SHARE
স্টাফ রিপোর্টার, তজুমদ্দিন।। ভোলার  তজুমদ্দিনে নির্মাণাধীন স্কুল ভবনের ট্যাংকিতে মৃত ৩ শ্রমীকের পরিবারকে একলক্ষ টাকা করে মোট তিনলক্ষ টাকা অনুদান দিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তমা কনষ্ট্রাকশন কোম্পানি।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা তার কার্যালয়ে নিহতদের স্বজনদের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু,মেসার্স তমা কনষ্ট্রাকশন কোম্পানি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আনিছুর রহমান প্রমূখ।
উল্লেখ্য গত (১৪ মার্চ) দুপুরে উপজেলার ৮৪নং দক্ষিন পশ্চিম চাঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মানাধীন ৪ তলা ভবনের সেফটিক ট্যাংকের ভিতরে নেমে সাঁটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে গিয়ে মোহাম্মদ আলী মিস্ত্রির ছেলে আলাউদ্দিন (৪০), উত্তর খাসেরহাট এলাকার খোকন সাজির ছেলে শামিম (২৫) এবং আব্দুস সামাদের ছেলে রাকিব (২৪)সহ তিন শ্রমীকের মর্মান্তিত মৃত্যু হয়।