Home ভোলা চরফ্যাশন বসত ঘর ভাংচুর।। চরফ্যাশনে শ্রমিক লীগ নেতা বহিষ্কার

বসত ঘর ভাংচুর।। চরফ্যাশনে শ্রমিক লীগ নেতা বহিষ্কার

89
0
SHARE

চরফ্যাশন প্রতিনিধি।।

জমি জমা নিয়ে বিরোধের জেরে ভোলার চরফ্যাশনের রসুলপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক  আলম সর্দার নেতৃত্বে রসুলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডে গত শুক্রবার বিকেলে ফরিদা ও আবুল খায়েরের দুটি বসত ঘর ভাংচুর করেছেন। ওই ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সোমবার বিকেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নুরে আলম কে দল থেকে বহিষ্কার করা হয়। উপজেলা শ্রমিকলীগ লীগ সভাপতি শাহজাহান মিয়া এতথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঘর ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ফরিদা বাদী হয়ে গত রোববার এবং  আবুল খায়েরের মেয়ে মরিয়ম বাদী হয়ে সোমবার চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত ফরিদা মামলাটি শশীভূষণ থানাকে এজহার এবং মরিয়মের মামলা টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ফরিদার ভাই শাহিন সরদার এতথ্য নিশ্চিত করেছেন।