ভোলা প্রতিনিধি :
করোনা ভাইরাসের (কোভিড-১৯) অষ্টম দিনে টিকা নিয়েছেন ভোলার মনপুরা উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সেলিনা চৌধুরী। সোমবার সকালে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্্র এসে এই টিকা নেন তিনি। টিকা নেওয়া শেষে উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে শহর থেকে গ্রামে সবার জন্য টিকা পৌঁছে দেওয়ার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাই কোনো প্রকার গুজবে কান না দিয়ে নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নিতে আহবান জানান। শুধু নিজেদের জন্য নয়, সবার সুরক্ষার জন্যই টিকা নেওয়া উচিত। এ ছাড়া টিকা নেওয়ার জন্য দুগোর্ম মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্্র সু-ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা সিভিল সার্জেনকেও ধন্যাবাদ জানায়। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় ভোলা জেলায় ৭ টি উপজেলায় ১৬ টি বুথের মাধ্যমে করোনা টিকা দেয়া হচ্ছে। অষ্টম দিনে টিকা নিয়েছেন ২৮ শ ২৫ জন। জেলায় এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন।