খাদিজা আক্তার: টাঙ্গাইল প্রেস ক্লাব কর্তৃক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা সময় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোদন করা হয় ।
টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির।
টুর্নামেন্টে ময়না, টিয়া ও দোয়েল দলের অংশ গ্রহণে প্রথম পর্বে ময়না দল বনাম টিয়া দল একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামে ।
এ সময় টুর্নামেন্ট উপভোগ করতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।