
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থাটি এ তথ্য দিলেও রাশিয়া বলছে, বিস্ফোরণের ঘটনাটি গুজব। খবর রয়টার্সের। আইএইএ আবার বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার জোর দাবি জানিয়েছে।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি গত সপ্তাহে ইউক্রেন সফর করেন। তিনি বলেন, আইএইএর পর্যবেক্ষকরা তাদের বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে নিয়মিত বিস্ফোরণ হওয়ার খবর জানিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পরপরই মার্চের শুরুর দিকে রাশিয়ার বাহিনী বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়। রাফায়েল গ্রোসির দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৮টি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে অফিসের জানালার কাচগুলো ভেঙে পড়ে এবং বিদ্যুৎকেন্দ্রটি কাঁপতে থাকে। আজও অনেক শব্দ শোনা গেছে।
রাশিয়ার এক কর্মকর্তা রাফায়েল গ্রোসির বক্তব্যকে নাকচ করে একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। রোজেনেরগোয়াতম কোম্পানির প্রধানের উপদেষ্টা রেনাত কারচা বলেন, গ্রোসির কথাগুলো ভিত্তিহীন। রোজেনেরগোয়াতম কোম্পানিটি রাশিয়ার পারমাণবিক কেন্দ্রগুলোতে কার্যক্রম পরিচালনা করছে।