জাতীয়

জানিপপ’র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: রবিবার ৩০ জুলাই ছিল জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট ডক্টর শহিদুল ইসলাম। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য প্রদান করেন জানিপপ’র প্রতিষ্ঠাতা সদস্য ও অনারারি নির্বাহী পরিচালক এডভোকেট ইতরাত আমিন, কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন আহমেদ, রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা’র শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকী, টাঙ্গাইল থেকে বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক বুলবুল,জানিপপ’র শিশু শাখার সহ-সভাপতি ইলহাম, বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, বাংলা ৫২ পত্রিকার সম্পাদক কাজী আওলাদ হোসেন, টাঙ্গাইল থেকে ইউসুফ তাজ। অনুষ্ঠানে জুম ওয়েবিনারের মাধ্যমে সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবদুস সাত্তার দুলাল, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবীর কুশারী , মালয়েশিয়া থেকে পিএইচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন, পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার,মাসুদ সারোয়ার, অ্যাডভোকেট আমিন, মোঃ মুকিদ, জানিপপের ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ও সাইফুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে গণতন্ত্র চর্চার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে জানিপপ’র উজ্জল ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। বক্তারা আরো উল্লেখ করেন যে, জানিপপ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে সুনাম অর্জন করেছে। এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আলোচনা অনুষ্ঠান শেষে জানিপপ’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জানিপপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button