Home জাতীয় খালেদা জিয়ারসহ তার বাসার ৯ জন করোনা আক্রান্ত

খালেদা জিয়ারসহ তার বাসার ৯ জন করোনা আক্রান্ত

68
0
SHARE

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজা’য় তিনিসহ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত। খালেদা জিয়ার ভাগ্নে ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন রবিবার বিকেলে তাঁকে দেখে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

খালেদা জিয়ার ভাগে ডা. মামুনই শনিবার সাংবাদিকদের বিভ্রান্ত করার জন্য বলেছিলেন তাঁর করোনা টেস্টের জন্য কোন নমুনা নেয়া হয়নি। অথচ একদিন পর রবিবার বিকেলে তিনিই বলেন, গুলশানের বাসায় খালেদা জিয়াসহ ৯জন করোনাক্রান্ত। তাহলে শনিবার কেন তথ্য গোপন করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন ডাক্তার হিসেবে রোগীর তথ্য গোপন করা ঈমানী দায়িত্ব।

খালেদা জিয়া কেমন আছেন এমন প্রশ্নের জবাবে ডা. মামুন তিনি বলেন, আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো। ওনার অন্য কোনো উপসর্গ তার নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নেই।