জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ম্যানচেষ্টারে বিশেষ দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ অন্যান্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও মঙ্গল কামনায় ১১ আগস্ট ২০২৩ তারিখ রোজ শুক্রবার বাদ জুমা ম্যানচেষ্টারস্থ শাহ্ জালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারে বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টার কর্তৃক এক বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজিত হয়েছে।

 

 

বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও মসজিদে আগত বিদেশী মুসল্লীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিলে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যবৃন্দ এবং অন্যান্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে আল্লাহর রহমান প্রার্থণা করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লীদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি।

 

 

এই বিভাগের আরো খবর