নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সরকারের রূপরেখা কেমন হবে এ বিষয়ে বিস্তারিত জানাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৫ আগস্ট) রাতে কারওয়ান সার্ক ফোয়ারার সামনে থেকে এ ঘোষণা দেয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমন কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চ্যানেল টোয়েন্টিফোর–এর এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।