বিনোদন প্রতিবেদক: অন্যরকম গল্প এবং নাট্য উপস্থাপনায় ব্যতিক্রমী প্রয়াসে জমে উঠেছে দীপ্ত টিভির বিশেষ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। নাটকের এই সপ্তাহের জমজমাট কাহিনিতে দেখা যাবে ইরফান পারমিতার জীবনে আবারও চলে আসে তৃতীয় পক্ষ-রিয়া। কিন্তু রিয়া ফিরে আসে নতুন রূপে, নতুন উদ্দেশ্যে। ইরফানকে পারমিতার থেকে আলাদা করার প্রথম ধাপ হিসেবে ইরফানকে পাঠিয়ে দেয় অনেক দূরে। পারমিতা একাই তার বাবার দেনা শোধ করার পথ খুঁজতে থাকে, একটা সুযোগ পেয়েও যায় কোটিপতি হওয়ার। কি সেই সুযোগ? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো অভিনয়শিল্পীরা। গোলাম মুক্তাদিরের পরিচালনায় নাটকটিতে একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল নতুন মুখ যুক্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, তিশা চৌধুরী, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, নাফিয়াত প্রমি, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আফিফা মোহসিনা অরণি। সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন লুৎফুন নাহার মৌসুমী। নাটকটি প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ০৯-৩০মিনিটে প্রচার হচ্ছে। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে দেখা যাবে। পাশাপাশি দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচার হবে ‘দেনা পাওনা’।
পরে পোষ্ট