শিক্ষা

জবি ছাত্রকে বহিষ্কার, যৌন নিপীড়নের অভিযোগে

জবি প্রতিনিধি:

যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজাম্মান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই শিক্ষার্থীর নাম আশিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বহিষ্কারাদেশে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আশিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ করেছেন।

যার পরিপ্রেক্ষিতে একবার অভিভাবকসহ সেই ছাত্র মুচলেকা দিয়েছিলেন। এরপরও সেই ছাত্র একই ধরনের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

মোস্তফা কামাল বলেন, অভিযোগ অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আশিকুলের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কার্যকর থাকবে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button