Home প্রধান খবর জবি কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন 

জবি কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন 

28
0
SHARE

জবি প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটির আহবায়ক ও সদস্যবৃন্দ, পরিচালক (ছাত্র কল্যাণ), পরিচালক (অর্থ ও হিসাব), প্রক্টর,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। এর পরবর্তীতে ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়।

image_print