
জবি প্রতিনিধি,
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শেষ মুহূর্তের হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অভিভাবক ও শিক্ষার্থীরা।
শনিবার (২৭ মে) একযোগে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ১২ হাজার ৮৪৩ জন পরীক্ষার্থী ছাড়াও উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ উপকেন্দ্রে ৩ হাজার ৭৮ জনের আসন বিন্যাস করা হয়।
পরীক্ষার শেষ মুহূর্তে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা, কেউবা ফাইলপত্র মাথায় দিয়ে জবি ক্যাম্পাস ত্যাগ করে।
বৃষ্টিতে কারণে শিক্ষার্থীদের খুঁজে পেতে ভোগান্তিতে পড়েন অভিভাবকেরা। এসময় অনেক অভিভাবকই সন্তানদের খুঁজে পেতে স্বেচ্ছাসেবকদের থেকে মাইক্রোফোন নিয়ে নিজেরাই মাইকে সন্তানের নাম ঘোষণা করতে দেখা যায়।