বরিশাল প্রতিনিধি:
বরিশাল-৫ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম বরিশাল পৌছালে জনগনের হর্ষধ্বনিতে উৎসবের নগরিতে পরিনত হয়ে উঠে বরিশালের রাজপথ। বিসিসি মেয়র ও প্রতিমন্ত্রী নাম ধরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে নগরীর প্রধান সড়ক পদক্ষিণ করে নবগ্রাম রোডস্থ বাসভবনে প্রবেশ পর্যন্ত হাজার হাজার জনগনের ফুলেল শুভেচ্ছাসহ ভালবাসায় সিক্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি।
আজ( মঙ্গলবার ) সকাল বরিশাল বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীরা উপস্থিত হয় ।
বাসভবনে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বরিশালবাসী আমার প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন, সেই বিশ্বাস ও ভালোবাসায় আস্থা রেখেই প্রধানমন্ত্রী আমাকে পুনরায় বরিশাল-৫ আসনের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, যদি জয়ী হয়ে আসতে পারি তাহলে করোনাকালীন সংকট সময়ে যেসব কাজ করা সম্ভব হয়নি, সেগুলোসহ চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।
তিনি এসময় বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কেও ধন্যবাদ জানান তিনি।