ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যু-১, আটক ২

 

গাজীপুর প্রতিনিধি:

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক জনের মৃত্যু হয়েছে। মৃত্যু যুবকের নাম মো. জাফর উল্লাহ (৪২)।সে ফেনী সদরের করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে । এসময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।পুলিশ জানায়, নিহত জাফর উল্লাহ ঢাকার সবুজবাগে পরিবারের সঙ্গে বসবাস করেন। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টায় বাসযোগে টঙ্গীর ফায়ার স্টেশনের সামনে এসে নামেন। পরে একদল ছিনতাইকারী তার পথ রোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়িভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সজিব ও শাহীনকে আটক করে গণধোলাই দেয়। পরে আহত জাফর উল্লাহকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর