শিক্ষা

ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ শান্ত’র উদ্যোগে সবুজায়ন

মাভাবিপ্রবি প্রতিনিধি।।

 

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)’র পদার্থবিজ্ঞান বিভাগে সবুজায়নের উদ্যোগ গ্রহন করেছে মাভাবিপ্রবির ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ শান্ত।

 

আজ রবিবার সকালে ১০০ টি সৌন্দর্যবর্ধক গাছ দিয়ে সবুজায়ন প্রক্রিয়া শুরু করেন রায়হান আহম্মেদ শান্ত। এই সবুজায়ন প্রক্রিয়া আগস্ট মাস জুড়ে চলমান থাকবে বলে জানা যায়। বায়ু দূষন রোধেও কাজ করবে এই সবুজায়ন উদ্যোগ। বাংলাদেশ ছাত্রলীগ এর একনিষ্ঠ কর্মী, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ছাত্রনেতা রায়হান আহম্মেদ শান্ত বলেন “বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সদা প্রস্তুত এবং মাননীয় নেত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পাদনে মাভাবিপ্রবি ছাত্রলীগ সর্বদা নিয়োজিত। তারই ধারবাহিকতায় নিজ ডিপার্টমেন্ট পদার্থবিজ্ঞান বিভাগে শোকাবহ আগস্টে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম পরিচালনা করছি এবং এই ধারা ভবিষ্যতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ। “ রায়হান আহম্মেদ শান্ত’র এই কার্যক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অনেক আনন্দিত। ভবিষ্যতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান রায়হান আহম্মেদ শান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button