
আল সাদি, গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকায় ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে হাওয়াই মিঠাই কিনে দেওয়ার কথা বলে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার বনরূপা রোডে মাদ্রাসা ছাত্র মোঃ শরিফুলকে হাওয়াই মিঠাই কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে শরিফুলের পরনের লুঙ্গী খুলে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। ঐসময় চিৎকার করলে আশেপাশের স্থানীয় লোকজন জড়ো হলে শরিফুলকে রেখে পালিয়ে যায় মাদ্রাসা শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে।
বাসন থানা সুত্রে জানা যায়, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে বাসন থানার মামলা নং-২৯, তারিখ-২০/০২/২০২২ রুজু করিয়া আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।