Home ছবির গ্যালারী দক্ষিণাঞ্চলে শীতের আমেজ ছবির গ্যালারী দক্ষিণাঞ্চলে শীতের আমেজ By প্রকাশিত: - নভেম্বর ৮, ২০২০ 106 0 SHARE Facebook Twitter দক্ষিণাঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীতের সকালে ও রাতে গরম ভাপাপিঠা অনেকেরই প্রিয় খাবার। রাস্তার মোড়ে মোড়ে অনেক দোকানি ভাপা পিঠা ও চিতই পিঠা বানিয়ে তা বিক্রি করছে। ছবিটি মাদারীপুর, ডিসি ব্রিজ, থেকে তুলেছেন নাজমুল মোড়ল।