চ্যানেল আইতে বিশেষ আয়োজন ‘আলমগীর একজনই’

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশী চলচ্চিত্রের বরেন্য ব্যক্তিত্ব আলমগীর। প্রযোজক, পরিচালক ও বনেদি ব্যবসায়ীÑ এই সবকিছু পরিচয়কে ছাপিয়ে তিনি আমাদের চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। অভিনেতা আলমগীরের এসব পরিচয় আমাদের সবারই জানা। কিন্তু নায়ক আলমগীরের ৫২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে আছে অনেক অজানা গল্প। সেইসব গল্পের এক বর্ণাঢ্য ক্যানভাস ‘আলমগীর একজনই’। চলচ্চিত্রের প্রথিতযশা সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে তার বর্ণাঢ্য জীবনের নানান গল্প অকপটে বলেছেন আলমগীর। সেইসবই তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে। আবদুর রহমানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি ২৮ জুন শুক্রবার রাত ৭-৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

এই বিভাগের আরো খবর