চিলমারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে ‘চিলমারী’ ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষা প্রকল্প গ্রহণের দাবিতে, হাট ও ঘাটের খাজনা বাতিল এবং স্বাধীন স্থানীয় সরকারের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার, চিলমারী ইউনিয়নের চর কড়াই বরিশাল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান। এইচ এম মেহেদীর সঞ্চালনায় ও ইউপি সদস্য আঙ্গুর মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোদ্দার, প্রধান শিক্ষক সাদাকাত হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শানজু মিয়া, স্থানীয় সংবাদকর্মী সাওরাত হোসেন সোহেল, মোনায়ার হোসেন মিনা, আরিফ আক্তার মিশু, নজির হোসেন। এ সময় বক্তারা দাবি করে বলেন, যে কোনো মুল্যে চিলমারী ইউনিয়নকে ভাঙ্গন হতে রক্ষা করতে হবে। ইতিমধ্যে ভাঙ্গনে শিকার হয়েছেন শতাধিক ঘরবাড়ি, আবাদী জমি ও নদীতে বিলিন হয়েছে। এর আগে প্রায় সাড়ে চার হাজার গাছ দিয়ে বান্ডাল তৈরী করেও চর রক্ষা হয়নি। বক্তারা আরও বলেন, তিন বছর হতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। এই চরে বছরে প্রায় ২০ লক্ষ টন ভূট্টা উৎপাদন হয়। অথচ এই চর রক্ষায় কারো নজর নেই। প্রয়োজনে আমরা স্বেচ্ছায় নদী ভাঙ্গন রোধে কাজ করব। তবুও এই ইউনিয়নকে রক্ষার দাবী তাদের।

এই বিভাগের আরো খবর