
চিতলমারী,প্র্রতিনিধি:
বাগেরহাট চিতলমারী উপজেলা সদর ইউনিয়ন সুরশাইল গ্রাম ও চরবানিয়ারী ইউনিয়ন দূর্গাপুর গ্রামে সংযোগ সড়কে মরা চিত্রা নদীর উপর নির্মিত, কালভার্টে দু’পাশে মাটিতে গর্ত সৃষ্টি হয়েছে।
এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলায় চিতলমারী সুরশাইল ও দূর্গাপুর গ্রামে সংযোগ সড়কের মরা চিত্রা নদীর উপর নির্মিত ২০১৬ ও ১৭ অর্থ বছরের ২৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ৩০ ফিট লম্বা কালভার্টটি গোপালগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বত্বাধিকারী এমডি জিয়াউল হক নির্মাণ করেন।কালভার্টের দু’পাশে বৃষ্টিতে গর্ত সৃষ্টি হওয়ায় মাস দুয়েক আগে উপজেলা প্রশাসন দ্রুত ইট বালু ও খোয়া দিয়ে মেরামত করেন।
কিন্তু তা ছিল প্রয়োজনে তুলনায় সামান্য। ৭ অক্টোবর শনিবার এলাকায় বাবলু হুই জানান, এ কালভার্টের যানবাহন, কোমলমতি শিশু ও বৃদ্ধদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।