চিত্রনায়িকা শাহনূরের আবৃত্তি ‘বৃষ্টি এলে’

বিনোদন প্রতিবেদক: আলোচিত চিত্রনায়িকা চিত্রনায়িকা শাহনূর। শাহনূর তার অভিনয় জীবনের দুই যুগ পার করছেন। অনেক ব্যবসা সফল সিনেমার নায়িকা তিনি। তবে কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় আম্বিয়া চরিত্রে অভিনয় তার অনেক বড় প্রাপ্তি। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। শাহনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটুক আহমেদের ‘আহারে জীবন’। এতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস, পূর্ণিমা’সহ আরো অনেকে। ১৯৯৯ সালে ‘ফাঁসির আদেশ’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু। তবে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হচ্ছে ‘জিদ্দি সন্তান’। এতে তার বিপরীতে ছিলেন নায়ক রুবেল। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শাহনূর নিজেও মাঝে মাঝে পরিচালনা করেন। আবার তার নিজের নামে ফাউ-েশন ‘শাহনূর ফাউ-েশন’ থেকেও মাঝে মাঝে সহযোগিতা নিয়ে অসহায় গরীব মানুষদের পাশে থাকেন। এদিকে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে কয়েকটি স্টেজ শোর পাশাপাশি সম্মাননা অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। এরইমধ্যে দু’দিন আগে ইউটিউবে প্রকাশ হয় একটি আবৃত্তির ভিডিও ‘বৃষ্টি এলে’। আবৃত্তির ভিডিওতে অভিনয় করেছেন তিনি। আবৃত্তি করেছেন পাভেল আল মামুন ও তিসন সেনগুপ্ত। এই ধরণের আবৃত্তির ভিডিওতে এর আগে শাহনূরকে দেখা যায়নি। বেশ শৈল্পিকভাবে বৃষ্টি ভেজা দৃশ্যে শাহনূর ভেজা শরীরে নিজেকে উপস্থাপন করেছেন। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের কুইন্স প্যালেস অডিটরিয়ামে একটি কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শাহনূর। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চন্দ্রা রায় (রথীন্দ্রনাথ রায়ের মেয়ে)’সহ আরো অনেকে। ‘বৃষ্টি এলে’ এবং অনুষ্ঠান প্রসঙ্গে শাহনূর বলেন, বৃষ্টি এলে’র কাজ আসলে বেশকিছুদিন আগে করা। আবৃত্তিটা আমার কাছে ভীষণ ভালোলাগায় কাজটি করতে আগ্রহ প্রকাশ করি। এই ধরণের কাজ এর আগে করা হয়নি আমার। আবৃত্তির ভিডিওটি প্রকাশের পর বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। আর কুইন্স প্যালেসে একটি কালচারাল অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। এখানে আমেরিকায় প্রবাসী বাংলাদেশী অনেক শিল্পীই অংশ নেবেন। সবচেয়ে বেশি ভালোলাগছে এই ভেবে যে আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গেও আজ দেখা হবে। আশা করছি সময়টা বেশ উপভোগ্য হয়ে উঠবে। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর সবার প্রতি বিনীত অনুরোধ রইলো বৃষ্টি এলে আবৃত্তি উপভোগ করার জন্য।

এই বিভাগের আরো খবর