
বাগেরহাট, চিতলমারী,প্রতিনিধি :
বাগেরহাট, চিতলমারী উপজেলা প্রশাসনের সাথে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর বুধবার সকাল ১০-টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের, সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলার ভুমি অফিসার বেতবতী মিস্তি, চিতলমারী উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল সপ্না, থানার পরিদর্শক অফিসার (তদন্ত) তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলো উপজেলা বীর মুক্তিযোদ্ধারা, জনপ্রতিনিধি, সাংবাদিক,ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রেখে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।