চিতলমারী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
বাগেরহাট প্রতিনিধি:
“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ”এই প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে,
https://somoyerchitra.com/
শনিবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় এক বর্নাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী পরবত্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ৫ জন শ্রেষ্ঠ নারীকে জয়িতা সম্মনানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ জহর লাল সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস হেলেনা পারভিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরুপ জয়িতা সম্মনানা প্রদান করা হয়। সম্মননা প্রাপ্তিরা হলেন মিনারা হোসেন রেখা,হেমপ্রভা সিংহ, রোশ্নি কাজী ও ঝর্ণা বিশ্বাস। আনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।