অর্থনীতি

চিতলমারীতে বেগুনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে বেগুনের বাম্পার ফলন হয়েছে। হাসি ফুটেছে কৃষকের মুখে। বেগুন উৎপাদন এবং বাড়তি মূল্য পেয়ে কৃষক অনেক খুশি।

চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের বেগুন চাষী মিলন হীরা জানান, তিনি ডাকাতিয়া কৃষি মাঠে ৩৫ শতাংশ জমিতে ভাংগর জাতের কালো বেগুনের চাষ করেছেন। কৃষি অফিসের পরামর্শ ক্রমে ক্ষেতের পরিচর্যা করছেন।বর্তমান প্রতি সপ্তাহে তিনি ১১ মনের অধিক বেগুন বাজারজাত করছেন, যার প্রতিমনের পাইকারী দাম পেয়েছেন ১৬০০ টাকা করে।

কৃষক স্বপন মজুমদার জানান, তিনিও কালো ভাংগর জাতের ১বিঘা ১৭ কাঠা জমিতে বেগুনের চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। বাজার মুল্য ভালো থাকায় তারা খুশী।

চর ডাকাতিয়া গ্রামের নিমাই হীরা বলেন, তিনি একজন কৃষক। এই এলাকা কৃষি প্রধান হলেও দৈনন্দিন কৃষি পণ্য নিয়ে বাজারে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। মাঠের পাশে কাঁচা রাস্তা থাকার কারনে যান বাহন চলাচল না করায় ;  কৃষকেরা সময় মত বাজার ধরতে পারেনা। ফলে পণ্যের স্বঠিক মুল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুপ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে ১০০ একর জমিতে বেগুনের চাষ হয়েছে। যার মধ্যে ভাংগর জাতের ৫০ একর, শিংনাথ জাতের ২৫ একর এবং ললিতা জাতের ২৫ একর জমি রয়েছে। যার ফলন সন্তোশ জনক।

 

 

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button