চিতলমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

অরুন কুমার সরকার, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৬ জানুয়ারী (মঙ্গলবার) বিকাল ৫টায়, উপজেলা সীমান্তবত্তী কুনিয়া বাসস্টান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশ।

আটক কৃতরা হলেন, মংলা উপজেলার কুমারখালী গ্রামের মৃতঃ জালাল জমাদ্দারের ছেলে ইব্রাহীম জমাদ্দার (২৭), মৃতঃ সুলতান ইসলামের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুর গামী যাত্রীবাহী ইমাদ পরিবহনে বিকাল ৫টার দিকে দুই ব্যক্তি গাঁজা নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইনচার্জ স্বপন কুমার রায়, এস আই মোঃ আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজা উদ্ধারসহ দু’জনকে আটক করে।

সময়ের চিএ/ ইস
এই বিভাগের আরো খবর