রাজবাড়ী প্রতিনিধি: চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুকে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে। মঙ্গবার (১অক্টোবর) রাতে রাজবাড়ীর অস্থায়ী সেনাক্যাম্পের সেনা সদস্যগণ রাজবাড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।
তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নবাবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথ্থানের পর রফিকুল ইসলাম বাচ্ছু এলাকায় চাঁদাবাজি, মারধরসহ নানা সন্ত্রাসীকর্মকান্ডে জড়িয়ে পড়েন। তার রোষানলে সাংবাদিকসহ বেশকিছু মানুষ নিগৃহের শিকার হন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন, বাচ্চুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ আরও তিনটি মামলা রয়েছে।