
সময়ের চিত্র ডেস্ক: ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেনের তত্ত্বাবধানে রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ হারুন নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকার কলাবাগান থেকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশ। গ্রেফতারকৃত হারুন কে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হারূন চরফ্যাসন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের আব্দুল অদুদ এর ছেলে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, রোববার ৯ এপ্রিল রাত ৯.৩০ ঘটিকায় চরফ্যাসন থানার এসআই (নিঃ) মোঃ ইয়াছিন পাইক ও সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার কলাবাগান এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারূনকে গ্রেফতার করে সোমবার ভোলার চরফ্যাসন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হারুন প্রায় ২০ বছর যাবৎ পলাতক ছিলেন।