
চরফ্যাসন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাসনে উপজেলার মুজিবনগর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৫৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল ওয়াদুদ মিয়া। বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মতো আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবদুল ওয়াদুদ মিয়া। এদিকে নৌকার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মোঃ আবুল কাশেম (ফারুক) ১ হাজার ২২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।গত (১৭ জুলাই)সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টায় ভোট গণনা সম্পন্ন হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।