চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের বিআরডিবির সামনে শনিবার রাত সাড়ে ৮ টার সময় আঞ্চলিক মহা সড়কে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান গেলো তাহমিদ (১৮) ও ইমন (১৭) নামের দুই বন্ধু।
নিহত তাহমিদ উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুতুব গন্জ এলাকার মো:নুর হোসেন মাঝির পালক পুত্র ,ইমন চরফ্যাশন পৌরসভার ৯নং ওয়ার্ডের
আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে শশিভূষণ থেকে একটি মোটরসাইকেলে করে চরফ্যাশন আসছিল তানজিদ ও ইমন। বিআরডিবি রোড এলাকায় গিয়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যান তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি )সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বাইক উদ্ধার করা হয়েছে। তাহমিদ ও ইমনের পরিবার কোন অভিযোগ দায়ের করেনি। মুচলেকা দিয়ে লাশ দাফনের জন্য বুঝিয়ে দেয়া হয়েছে।