
নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন।। ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টায় আবীর এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কালু মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বাসের ২০ যাত্রী।
আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পথচারী উপজেলার উত্তর ফ্যাশন গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। সে ভিক্ষা করতেন।
স্থানীয়রা জানান, বাসটি দক্ষিণ আইচা থেকে ছেড়ে চরফ্যাশন আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।