চরফ্যাশনে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশত

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন॥ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়ে দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেন। ঘটনার শুরু থেকে পুলিশ থাকলেও উভয় গ্রুপের কাউকেই নিয়ন্ত্রণ করতে পারিনি।

জানা যায়, মঙ্গলবার রাতে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সদরে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এর অনুসারী দক্ষিন আইচা থানা বিএনপি’র সাধারন সম্পাদক ফারুক মাষ্টার ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুসারী দক্ষিন আইচা বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম খান সবুজ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পৃথক প্রতিবাদ সভার আয়োজন করেন। এ সময় তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের কর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এতে প্রায় ৫০ জন নেতা-কর্মী আহত হন।

আহতরা মধ্যে যাদের নাম পাওয়া গেছে , তারা হলেন,মোস্তফা দিদার, মিরাজ,সোহেব,রিযাজউদ্দিন জুলহাস মাস্টার,ইউসুফ মাঝি,আসাদ হাওলাদার,মাহে আলম, মাকসুদ ব্যাপারী, রাকিব পাটোযারী, ইমরান হাওলাদার, মেহেদী হাওলাদার, তাওসিফ রনি, হাসনাইন, জিযাদ আখন, মিজান, ইভান,শিবলু, তামিম, নাসির মিযা, শাহিন আখন,জুলাস আখন,মোহাম্মদ ইব্রাহিম, নজরুল, শাহীন, রিপন মীর, মহিউদ্দিন,ছাত্রনেতা শাহিন, ফরহাদ,মেহেদী হাসান,আফসার মুন্সী,রুমি,তানভীর,সহ অনেকে।গুরুতর আহতদেরকে গণসাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোলা ও চরফ্যাশন হসপিটালে পাঠানো হয় । আহতদেরকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক মাষ্টার জানান, তাদের পূর্বঘোষিত দক্ষিণ আইচা থানা সদরে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেন দক্ষিণ আইচা থানা বিএনপি। সেই মোতাবেক (বাংলাদেশ জাতীয দল বিএনপির) করিম পাড়া দক্ষিণ আইচা থানা আঞ্চলিক পার্টি অফিসের সামনে নেতা কর্মীরা জরো হয়েছে,হঠাৎ করে সবুজ খানের নেতৃত্বে সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে আমাদের নেতা কর্মীদের উপর চোখে মরিচের গুড়া মেরে এলোপাতাড়ি অতর্কিত হামলা চালায় এতে প্রায় ২৪ জনের মত আহত হয়। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের ভূমিকা নিস্ক্রিয় থাকাতে তারা এই হামলা করতে পেরেছে।

এদিকে দক্ষিণ থানা বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম খান সবুজ জানান, দক্ষিণ আইচা থানার ওসির কাছ থেকে অনুমতি নিয়ে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নিয়ে ভারতসহ বিভিন্ন দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ডেকেছি। এই সভাতে দক্ষিন আইচা থানার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা দক্ষিণ আইচা পল্লি বিদ্যুত অফিসের সামনে জড়ো হন। এসময় সাবেক সংসদ নাজিম উদ্দিন আলমের অনুসারী দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক মাষ্টার এর নেতৃত্বে তার নেতা-কর্মীরা মিলে আমার নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এতে আমি (খান সবুজ)সহ প্রায় ২৬ জন আহত হয়েছি। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে উভয় গ্রুপ আহতদের চিকিৎসা খোজ খবর নিতে চরফ্যাশন হাসপাতালে গিয়েছেন চরফ্যাশন উপজেলা যুবদল সাবেক সভাপতি বিএনপি নেতা আশ্রাফুররহমান দিপু ফরাজী ।

দক্ষিন আইচা থানার ওসি মোঃ এরশাদুল হক ভুইয়া জানান, পুলিশ প্রথম থেকেই উভয় গ্রুপকে শান্ত রাখার চেষ্টা করেছে। তবে কোন পক্ষ থানায় অভিযোগ করেনি।

এই বিভাগের আরো খবর