চরফ্যাশনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন 

চরফ্যাসন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার (৭ ডিসেম্বর) নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে বলেন, উপস্থিত সকল শিক্ষকদের সম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে পশ্চিম খোদেজাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোর্শেদ আলম  সভাপতি, শশীভূষণ হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনকে সিনিয়র-সহ-সভাপতি ও কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহারুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং পূর্ব আবুবকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

এসময় সহকারী শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয় ।

এই বিভাগের আরো খবর