দেশ

চরফ্যাশনে বন বিভাগের মামলায় দুই ইউপি সদস্যসহ ১৫ জন জেল হাজতে

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন।। হরিণ শিকার ও বন ভূমি দখলের মামলায় ভোলার চরফ্যাশনের কুকরিমুকরি ইউপি সদস্য আল আমিন ও ঢালচর ইউপি সদস্য সবুজ ব্যাপারী দুই সদস্য সহ দুই ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোস্তাফিজুর রহমান।

বন বিভাগ সুত্রে জানা যায়, ভোলা উপকূলীয় বন বিভাগের আওতাধীন কুকরিমুকরি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকারের দায়ে বন বিভাগ কর্তৃক দায়ের করা সিআর ৫৭১/২২ নং মামলায় গত ২৩ ফ্রেব্রুয়ারি চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুকরিমুকরি ইউপি সদস্য আল আমিন সহ ৫ জন হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই মামলা অপর দুই আসামিকে ১৩ ফ্রেব্রুয়ারি জেল হাজতে প্রেরণ করেন।

ঢালচর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে বন ভূমি জবর দখলের উদ্দেশ্যে বনভূমির গাছ কর্তনের দায়ে বন বিভাগ কতৃক দায়ের করা CR-১৫৯/২২(দঃআঃ) ও CR-১৬০/২২(দঃআঃ) মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চরফ্যাশন আদালত কর্তৃক ঢালচর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) সবুজ ব্যাপারী (৩২) সহ ০৩ জন কে ১৯ ফ্রেব্রুয়ারি জেল হাজতে প্রেরণ করেন।

একই দিনে ঢালচর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে অস্থায়ী খোয়ার তৈরীর চেষ্টা ও মহিষ চড়াইয়া বনাঞ্চল বনাঞ্চলের ক্ষতিসাধন করার অপরাধে বন বিভাগ কতৃক দায়েরকৃত মামলা CR-৬৫৯/২১ (দঃআঃ) ও CR-৬২২/২১(দঃআঃ) মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট, চরফ্যাশন আদালত কর্তৃক আসামী মোঃ আকবর (৪০) সহ ০৩ জনকে জেল হাজতে প্রেরণ করেন।

চরফ্যাশন রেঞ্জের চরমানিকা বিটের লাইসেন্স বিহীন অবৈধভাবে করাত কল স্থাপন ও পরিচালনার দায়ে বন বিভাগ কতৃক দায়েরকরা CR-২১/২৩ (দঃ আঃ) ও CR-২২/২৩ (দঃআঃ) মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চরফ্যাশন আদালত কতৃক আসামী মোঃ আবুল কাশেম (৪৫) পিতাঃ মৃত.ধনু সর্দার ও আসামী মোঃ মিজানুর রহমান( ৪৩) পিতাঃমোঃ রতন হাওলাদার থানা দক্ষিন আইচা,ভোলা কে গত ১২ ফ্রেব্রুয়ারি জেল হাজতে প্রেরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button