শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন:
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো.জুবায়েদ (৪) ও মো.আরিয়ান (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল১২ অক্টোবর শনিবার দুপুরে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে আলীগাঁও গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু জোবায়েদ ওই ইউনিয়নের আলীগাঁও গ্রামের মো.ইউসুফ আলীর ছেলে এবং নিহত শিশু আরিয়ান একই গ্রামের মো.সুমনের ছেলে। নিহত শিশুরা একে অপরের সম্পর্কে খালাতো ভাই হয়।
স্বজনরা জানান, পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে বাড়ির উঠানেই খেলাধুলা করছিলেন দুই শিশু। শনিবার দুপুরে শিশুদের মা গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিলেন। এসময় লোক চক্ষুর অন্তরালে খেলাধুলার এক ফাঁকে পুকুরে পড়েযায় কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা-বাবা সহ অন্যান্য স্বজনরা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খুঁজতে গিয়ে একে একে দুই শিশুকেই পুকুরের পানি থেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান পরিবারের অভিযোগ না থাকায় নিহত শিশুদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।