দেশ

চরফ্যাশনে পাখি শিকারের ২৫ ফাদসহ ট্রলার জব্দ

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হকের নির্দেশে এবং সহকারী বনসংরক্ষকের সার্বিক তত্বাবধানে চরফ্যাশনের ঢালচর রেঞ্জ কর্মকর্তা সুফল রায়ের নেতৃত্বে বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণে টহল কার্যক্রমের অংশ হিসেবে ঢালচর রেঞ্জাধীন সদর বিটের বয়ার চর এলাকায় অভিযানকালে বালিশ, হাড়ি,পাতিল, গ্যাসের চুলা সহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে আশে পাশের এলাকা তল্লাশি করে পরিযায়ী পাখি শিকারের ২৫ টি ফাদ উদ্ধার করা হয়। অপরাধী সনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রকৃয়া চলমান। এই অভিযানে ঢালচর রেঞ্জের বনকর্মীরা অংশ গ্রহন করেন।

এ ব্যাপারে ঢালচর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুফল রায় বলেন শীতকালে অতিথি পাখি শিকার ও ক্রয় বিক্রয়ের একটি অপরাধী চক্র সক্রিয় থাকে তাদের রুখে দিতে ঢালচর রেঞ্জের বনকর্মীরা সদা তৎপর এবং সেই সাথে প্রকৃতির অলংকার পরিযায়ী পাখি শিকার না করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button